বাজারছাড়া হবে না মিনিকেট
সরকার বলছে, দেশে মিনিকেট ও নাজিরশাইল বলে কোনো ধান নেই। অন্য জাতের ধানকে ব্যবসায়ীরা এই দুই জাতের ধানের চাল বলে বাজারজাত করছেন। তবে ব্যবসায়ী ও কৃষকরা বলছেন, মিনিকেট চাল আছে এবং তা দেশেই উৎপাদন হয়। সরকার বলছে, চাল নিয়ে প্রতারণা বন্ধে আইন করা হচ্ছে। এই অবস্থায় এখন ব্যবসায়ীরা বলছেন,…